চোখ যদি হয় নীল নদ, ধুসর বালি কণা হয় স্ফীত জলরাশি
দরিয়ায় ভেসে যায় যদি চুমুর স্পর্শগুলো...
তবে আরো দাও ভালোবাসা, হিসেবের স্পর্শগুলো ফিরিয়ে নাও
আমি অগণন আলিঙ্গনে মাতাল হতে চাই...
বুকের ভেতর দহনজ্বালা, মনেতে আবরণ
তোমাতে হারাই আমি, তুমিও আমরণ
তবে আর কেন চেয়ে থাকা অন্ধকার অনালোচিত সন্দেহের মৃতকূপে
এসো না জীবন হারাই... করি সমুদ্র আহরণ....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




