![]()
একটা লাশের ওপর হেটে যেতে ইচ্ছে করে আজ
দ্রিম দ্রিম গুলি... কালো পিচ ঢেকে ফেলা রক্তে... তারপর লাশের ওপর
হেটে হেটে পার হওয়া গলির পর গলি...
আমার কি থাকতে নেই এমন ইচ্ছে... কেন থাকবে না
রাষ্ট্রপ্রধানের রক্ত-মাংসেই তো আমার শরীর
ওদের মতো আমারও হাত আছে, নাক আছে...
বিশ্বাস হয় না, এই দেখো কিবোর্ডের ওপর হাত রেখে আমি আমার
অনুভূতিগুলো প্রকাশ করছি...
নাহ.. তবুও বিশ্বাস করছো না.. এটা ভুল করছো
আমি মানুষ এই দেখো... এই দেখো...
আমি কেবল সামান্য একটা ইচ্ছাই প্রকাশ করছি..
একটা লাশের ওপর দিয়ে হেটে যাওয়ার..
এই অধিকার কি মানুষ হিসেবে থাকতে নেই আমার?
আমাকে একটা লাশের ওপর হেটে যাওয়ার অধিকার দাও..
আর কিছু চাইনা... আমি ওটা করে ইহকাল ত্যাগ করবো..
আমি তো প্রমাণ করেছি আমি মানুষ...
রক্ত মাংসের মানুষ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



