জীবনটা অনেক সুন্দর
নির্ঘুম রাত কাটিয়ে ভোরের সূর্য দেখি
কুয়াশা ঘেরা দূরের পাহাড় দেখি
হয়ত নরক থেকেও স্বর্গ দেখি।
জীবনটা অনেক আনন্দের
মোহগ্রস্থের মত, ঘাসের বুকে শুয়ে চাদের গায়ে মেঘ দেখি
রাতের শেষ প্রহরে মাতাল,ঝড়ো হাওয়া আর বৃষ্টি দেখি
হয়ত কাঠখোট্টা জীবনেও নির্মল বিনোদন খুজি।
জীবনটা অনেক আশাবাদের
চিন্তায় নিমগ্ন মনে তোমার বিমূর্ত ছবি আকি
উদভ্রান্ত পথিকের মত তোমার অপেক্ষায় প্রহর গুনি
হয়ত জেগে কিংবা ঘুমিয়ে অসম্ভব সব স্বপ্ন দেখি।
জীবনটা সত্যি অন্য রকম
রনক্লান্ত,অস্তিত্বহীন সহস্র বছরের কোন অতৃপ্ত আত্মার মত
কোলাহল থেকে অনেক দূরে আজ আত্মবিস্মৃত
একটা খোলা প্রান্তরের প্রত্যাশায়
ভাবনাগুলো হয়ত অসংলগ্ন এলেমেলো
স্বপ্নটা তবুও বেচে থাক .........।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




