ঝড়ে ভেঙ্গে পড়ে, ভেঙ্গে পড়ে বুকের প্রাচীর
রাস্তার সাইনবোর্ড, ঘরের চাল
মেঘের ব্যারিকেড,
সব ভেঙ্গে চুরমার হয়ে যায় কালবৈশাখী ঝড়ে
দেয়ালের পোস্টারটাকে ভিজিয়ে চুপচুপে করে দিয়ে যায় বৃষ্টি
মনের উচ্ছ্বাস কে ভাসিয়ে নিয়ে যায়,
ডুবিয়ে দেয় পথঘাট।
আমি ভিজি, বৃষ্টিতে ভিজি, রোদ্দুরে ভিজি,
আমি উচ্ছ্বাসে ভাসি, স্বপ্নে ডুবে যাই
আমি বেঁেচ আছি, ভিজতে ভিজতে বেঁেচ আছি
পুড়তে পুড়তে বেঁেচ আছি।
আমি নিজেকে নিচু করি
মানুষের নিচতার সাথে পরিচিত হবার জন্য
আমি কীট পতঙ্গের সাথে মিশে যাই
মানুষের মানবিকতার খোঁজার জন্য
আমি এই তপ্ত শহরের তাপ প্রবাহে পুড়ি
সামাজিক অরাজকতা আমার মনে বারুদ হয়ে জ্বলে
রাজনৈতিক কলুষতার উঁচু প্রাচীর ভাঙ্গতে পারিনা আমি
ব্যর্থ আমি সীমাহীন ােভে তাই বৃষ্টিতে ভিজি
ভেতরকার সমস্ত বারুদ ভিজে নিভে যায়
আমি নিজেকে মানবিকতার সীমানা থেকে টেনে সরিয়ে রাখি
আমি মানুষকে ভালোবাসিনা
মানুষের আকুলতা আমায় স্পর্ষ করেনা
আমি স্বপ্ন ঘুড়ির সুতো হাতে ছুটে যাই পথে
উড়িয়ে দেই ঘুড়ি, আমার স্বপ্ন যায় চুরি
কঠিন বাস্তবতার সাথে টিকতে না পেরে আমার স্বপ্ন ঘুড়ি কেটে যায়
উড়তে উড়তে ছুয়ে যায় শহর, বন্দর, লোকালয়
হয়ত অন্য কারো হাতে গিয়ে পড়ে, তাকে নষ্ট করবার জন্য
আমি ফু দিয়ে সিগারেটের ধোয়া উড়াই
আমি ফু দেই,
উড়ে যায় পাখীর পালক, নাগরিক আবর্জনা
আমি ফু দিয়ে ছিন্ন করি স্বপ্নের জাল, দৃশ্যলোক
আমি প্রিয়াকে বুকের ভেতর জাপটে ধরে রাখি
আমি অচেনা কারো বুকের অতলে মাথা রাখি
আমি বিবষ হয়ে একলা অন্ধকার ঘরে আবদ্ধ হয়ে থাকি
ব্যর্থ আমি নিজের শেষ দেখার প্রস্তুতি নেই
আমি নিজের মাথায় পিস্তল ধরি
ট্রিগার টিপতে গিয়ে হঠাৎ করেই
প্রতিবাদী আমি বহু জনমের কান্তিতে ঘুমিয়ে পড়ি টুপ করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


