তোমার দুচোঁখের ভাষা আজ ভীষন স্পষ্ট
ছোট ছোট অধ্যায়, বড় গল্প
তোমার শান্ত দিঘীর মতো চাহনী
আমি শিখে গেছি অল্প স্বল্প
তুমি বসে আছ আজ আনমনা হয়ে
তাই বুঝি তুমি রেগে আছ বেশ
ভালোবাসায় আবার ফেল করেছি আমি
তোমার দুচোখে তাই আগুনের রেশ
কি করে আমি ধরবো তোমার আচঁল
বিশ্বাস করনা আর তুমি আমায়
অতল ভালোবাসার সাগরে ডুব দিয়ে
তুলে আনলাম একটুকরো মুক্তা, তোমার জন্য
তীরে এসে দেখি তুমি নেই
আমার দুচোখে শ্রাবনের জল, মেঘের রাজ্যে তোলপাড়
আমি আজ নিজেকে নিয়ে বড্ডো ব্যস্ত
শেকলে বাঁধা আমার দুহাত
জানিনা কখন কাটবে শীতার্ত রাত
আজ তাই এ কবিতা তোমার জন্য নয়
আমি লিখি সেই মেয়েটির জন্য
যে মেয়েটা ভীষন বুনো
তার বুক থেকে চুরি করে আশা
আমি অনুবাদ করি তার ভালোবাসা
এ কবিতা যেন আমার লেখা নয়
আমি শুধু এর বাহক মাত্র
যে মেয়েটা আমায় ভালোবাসে
আজ আমি তার স্কুলের ছাত্র
সে শিখিয়েছে আমায় ভালোবাসা
ছন্দ আর কবিতার ভাষা
আমার কবিতা, আমার ছন্দ
সবই আজ তার কাছ থেকে শেখা
কি করে আমি তোমায় ভালোবাসবো বলো
তাইত আজ তোমায় দিলাম ছুটি
বেঁেচ গেলে তুমি কষ্টের কাছ থেকে
আর আমি বাঁচলাম দায়বন্ধন থেকে
আর আমি আসবোনা তোমার আকাশে
আর তোলপাড় করবোনা তোমার বুকের ভেতরটা
মেঘের রাজ্যে হারাবার আগে
শেষবারের মতো ভালোবাসা দিয়ে তাকালাম তোমার চোঁখে
তোমার চোঁখে আজ বিজয়ের হাসি
আর আমার চোঁখে বিরহের জল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



