কেমন আছো তুমি? ভালো?
বড় বিব্রতকর মনে হয় প্রশ্ন গুলোকে আজ
তবুও জবাব দেই,"এইতো, ভালোই।"
কিন্তু মন বিশ্বাসঘাতকের মতো বলে,"ভালো নেই তুমি।"
জিজ্ঞেস করেছিলাম আকাশকে,
"কেমন আছো তুমি আকাশ?"
ভারাক্রান হৃদয়ে আকাশ জানালো উত্তর
"তোমাদের নীল কষ্ট বুকে নিয়ে আজ আমি বড্ডো কান ।"
বলেছিলাম বাতাসকে,
"কেমন আছো তুমি বাতাস?"
বিষাদ ভরা উত্তর তার,"ইচেছ করে উড়িয়ে নিয়ে যাই সব দুঃখ"
"তাইতো ঝড় হয়ে বারেবারে আমি ফিরি এই ধরায়।"
প্রশ্ন করেছিলাম স্মৃতির তোমাকে,
"কেমন আছো তুমি,প্রিয়া?"
সরাসরি উত্তর দিলেনা তুমি
বলেছিলে,"কেটে যাচেছ কোনমতে।"
সুধালাম তুমিহীনা আমাকে,
"কেমন আছো সাথীহীন তুমি?"
বড় সপষ্ট ছিল সে উত্তর,
" ভালো নেই, ভালো নেই, একদম ভালো নেই।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



