নিঝুম রাত, বাঁকা চঁদের হাসি
সুনসান নীরবতা, শুধু থাকে ফেরারী কিছু স্মৃতি
প্রেমিক হৃদয়ের জোৎস্না নেমেছে আজ
হারানো কিছু সুখ সেজেছে অপরূপ সাজ
সুনীল আকাশ হয়েছে কালো
ছন্নছাড়া রাতের পাখী খোঁজে জীবনের আলো
সোডিয়ামের আলোয় ঘুমন শহর মায়াবী রহস্যময়
আর সুখী মানুষের কাছে সময়টা প্রেমময়
দুঃখী মানুষের দরজায় কড়া নাড়ে নীল নীল কষ্ট
সব হারিয়েছে সে, আজ নেই কিছু অবশিষ্ট
বিবাগী মানুষের বিলিন হবার সময় এসেছে আজ
ছন্দহীন জীবনে আরেকটি ছন্দপতন ঘটাতে এসেছে রাত
নষ্ট প্রেমিক খুঁজে বেড়ায় তার নষ্ট ভালোবাসা
একটি রাত দেয় আজ অনেক আশা.. .. নিরাশা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



