এখনও আমি স্বপ্নে হারাই
পুরোনো স্মৃতির অ্যালবামে তাকিয়ে
সাদাকালো পুরোনো ছবিগুলো
ছুয়ে যায় অচেতনে
ভাঙ্গা বাড়ির ভাঙ্গা সিড়িতে
আসবে কি কোনদিন
আমি ভাবি তবুও পথ ভুলে
আসবেই একদিন।
দেখা যাবে তুমি জেনে গেছো
আমি এখনও তোমার প্রতিায় আছি
বাড়িয়ে দেবে তোমার দুখানি হাত
বুকে আপন করে আবার আমায় টেনে নেবে
আগের মত করে কানে কানে বলবে
ভালোবসি,ভালোবাসি.. .. ..খুব ভালোবাসি
যদি আস তবে দেখবে দুঃখী এ হৃদয় আঙ্গিনা
ভরে গেছে কষ্টের নীল খামে
দেখবে রাত জেগে ডায়রীতে লেখা আমার কষ্টের ভালোবাসা
তুমি ছাড়া এখন আমার সঙ্গী শুধু হতাশা
চাওয়া পাওয়ার এ্যালবামে কিছুই নেই
আছে শুধু এক বুক হতাশা,আর তোমার জন্য ভালোবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



