শীত এসেছে এই প্রকৃতি জুড়ে
চারিদিকে তাই ধোঁয়াটে কুয়াশাচছন্ন আভা
নেই শরতের সেই সুন্দর নির্মল সকাল
নেই হেমন ের সোনাঝড়া আবেগী বিকেল
সব কেড়ে নিয়ে এসেছে শীতকাল
ঝরা পাতার রিক্ততা দেখে তাই কষ্টে কাটে দিনকাল
শীতের প্রকোপ থেকে বাঁচতে আজ সবাই ব্যস
চারিদিকে খোঁজ করে তাই উষ্ণতা
যে উষ্ণতা দেবে বেচেঁ থাকার সকল আশ্বাস
একটু প্রশান ি, আর ভুলিয়ে দেবে সব দীর্ঘশ্বাস
কিন্তু আমার যে কোন উষ্ণতা নেই, হারিয়েছি সেই কবে
কাল স্রোতের কবলে আমার উষ্ণতা হারিয়ে গেছে আমায় ফেলে
তাকে ফিরে পাবার ব্যর্থ প্রয়াস চালিয়ে আমি এখন রিক্ত, বিবর্ণ
অন্ধ বিশ্বাসের বরফে জমে কুকড়ে একদম নীল হয়ে গেছি
হৃদয়েও নেই কোন ভালোবাসার আগুন, থাকবে কি করে
প্রত্যয়ের বেদনার নীল হীমে সেও একদম জমে গেছে
তাই নতুন কোন উষ্ণতার কড়াঘাত শুনলেও দোর খুলিনা আমি
নতুন করে আমি আর উষ্ণতা পেতে চাইনা
আমি থাকি নিজের মাঝে, নিজেকে করে নির্জীব
ঘর আমার অন্ধকার, আর হৃদয়ে আমার বড্ডো শীত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



