আজ ভাবছি একটা কবিতা লিখবো
একটা বিস্মৃত জীবনের কবিতা
সেই কবিতার শিরোনাম হবে তুমি
আর আমি হবো তার পংক্তি
যে কবিতা বৃষ্টি ভেজা দ পুরে তোমায় নিয়ে ভাববে
আর তারা ভরা নিঃসঙ্গ রাতে খুঁজবে তোমায়
বারেবারে তুমি আসো আমার কবিতার শিরোনাম হয়ে
কিন্তু আমিতো আমার পংক্তিমালায় তোমায় সাজাতে পারিনা
সেই বৃষ্টি ভেজা দ পুরে অথবা নিঃসংগ রাতে তবুও আশায় বুক বাঁধি
কিন্তু তারপরও সব কেমন যেন এলোমেলো হয়ে যায়
তাই ভাবছি আজ একটা গল্প লিখবো
এক নির্বাক কিশোরের গল্প
সেই গল্পের নায়িকা হবে তুমি
আমি হবো তার দ র্বার লেখনি
সেই গল্পে আমি নিজের মতো করে গড়বো তোমায়
আবার ভাঙ্গবো নিজের ইচ্ছে মতন
বারেবারে তুমি আসো আমার গল্পের নায়িকা হয়ে
কিন্তু আমি আমার কোন গল্পেই তোমায় খুঁজে পাইনা
সেই নির্বাক কিশোর হয়ে তবুও গল্প লিখে যাই আমি
তবুও তুমি আসোনা আমার গল্পের নায়িকা হয়ে
তাই ভাবছি আজ একটা গান লিখবো
একটা নিবিড় ভালোবাসার চিরন্তনি গান
যে গানের কথা হবে তুমি
আর আমি হবো তার সুর
তোমার মন খারাপ হলে আমি গাইবো সেই গান
আর রাতে ঘুম পাড়ানীর গান হয়ে আমি আসবো আবার
বারেবারে তুমি আসো আমার গানের কথা হয়ে
কিন্তু আমিতো তোমায় নিয়ে কোন সুর বাঁধতে পারিনা
তবুও আমি তোমায় নিয়ে গান লিখে চলি
ফেরারী তুমি তবুও আসোনা কখনো সুর হয়ে
তাই ভাবছি আজ একটা স্বপ্ন দেখবো
একটা লাল রাজকুমারীকে নিয়ে দেখা স্বপ্ন
সেই স্বপ্ন ভেলার যাত্রী হবে শুধুই তুমি
আর আমি হবো সেই স্বপ্ন ভেলার মাঝি
সেই ভেলা নিয়ে আমরা ভেসে বেড়াবো দুর অজানায়
আর তুমি আমায় ছুয়ে বলবে," ভালোবাসি শুধুই ভালোবাসি "
বারেবারে তুমি আসো আমার স্বপ্নে স্বপ্নময়ী হয়ে
কিন্তু আমিতো তোমায় নিয়ে ভাসতে পারিনা
তবুও অভিমানী আমি খেয়া নিয়ে বসে থাকি তোমার পথ চেয়ে
ছলনাময়ী তুমি তবুও আসোনা আমার খেয়া ঘাটে
তাই ভাবছি আজ তোমায় নিয়ে অযথা ভাববো
মনে হয় সেটাই হবে সবচেয়ে সহজ প্রাপ্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



