আজ আমার খুব ভয়
যদি আপন আমি কখনও পর হয়ে যাই
আজ আমার বৃষ্টিকে ভয়
যদি বৃষ্টির মত অঝোরে কাঁদতে হয়
আজ আমার জোছনাকে ভয়
যদি জোছনার আলোয় প্রিয় মুখগুলো বিলিন হয়ে যায়
আজ আমার মেঘকে ভয়
যদি মেঘ এসে আমার সুখগুলো ঢেকে দিয়ে যায়
আজ আমার আকাশকে ভয়
যদি আকাশের সব নীল কষ্ট আমার বুকে জমা হয়
আজ আমার সাগরকে ভয়
যদি অসীম সাগরের ঢেউয়ের তোড়ে আমার সাজানো স্বপ্ন ভেসে যায়
আজ আমার অন্ধকারকে ভয়
যদি আঁধার এসে আমার হাসিগুলোকে ঢেকে দেয়
আজ আমার ঝড়কে ভয়
যদি ঝড় এসে আমার কবিতার পাতাগুলো উড়িয়ে নিয়ে যায়
আজ আমার ভালোবাসাকে ভয়
যদি ভালোবেসে আবারও কষ্ট পেতে হয়
আজ আমার তোমাকে ভয়
যদি তুমি আমায় ভুলে হঠাৎ হারিয়ে যাও
আজ আমার নিজেকে ভয়
যদি এই আমি পথ হারিয়ে একলা পথের পথিক হই
আজ আমার সবকিছুতেই শুধু ভয়
যদি অপ্রাপ্তির সমীকরনে এজীবন বাঁধা পড়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



