যে টেলিফোন আসার কথা, সে টেলিফোন আসেনি
প্রতিক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে
সব আলো নিভিয়ে একলা আকাশ বসে রয়
নিজের শূণ্য বিছানায়
একান্তে যার হাসার কথা, সে হাসেনি
রিনিঝিনি সুরে বৃষ্টি ঝরে কান্না হয়ে ধরায়
ঘন কালো মেঘে ঢেকে একলা চাঁদ আনমনা হয়ে
শোনে কোন এক অতৃপ্ত হৃদয়ের হাহাকার
যার অধর ছোয়ার কথা ছিল, সে ছোয়নি
অজানায় হারিয়ে সে রয়ে গেল অধরা
বেসুরো সুরে বয়ে যাওয়া বাতাস কাঁদে
মরুর বুকে পথভোলা কোন সওয়ারীর পিপাসায়
যে স্বপ্নগুলো কুড়ি হয়ে জেগেছিল, তা ফুল হয়ে ফোটেনি
কষ্টের কড়ি কাঠে তা পুড়ে ছাই হয়
অব্যক্ত যন্ত্রনা সয়ে নিয়তি গোনে
দুটি হৃদয়ের মাঝে আজ দুই ভূবনের ব্যবধান।
জীবন থাকতে যা পাওনি আজ চলে গিয়ে তা পেলে। চলে গিয়ে যা হারালে আমি থেকে গিয়ে তা হারাই। সবটাই আগে থেকেই তোমার, তবুও যদি কিছু বেঁচে থাকে আজ তাও তোমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



