চুল কাটানোর সময় হলেই , একটা আতঙ্ক কাজ করে। একে তো ভাষা গত সমস্যা তার উপর এরা চিরনি কাঁচি ধরতে চায় না। পারলে পুরটাই মেশিন এ করে। আতঙ্ক নিয়ে যাই আর মন খারাপ করে ফিরে আসি, আর ভাবি এর পরের বার ভাল হবে।ভাল আর হয় না... প্রতিবার নতুন নতুন হেয়ার কাট হয়।
আজকে আমারে উ এস মেরিন এর কাট ( বাটি কাট) দিয়া দিসে , নিজেরে ক্যামন যেন সিপাই সিপাই লাগতাসে।
তবে আজকের বড় ধাক্কা টা খাইলাম ... মানুষ টাকে দেখে যে আমার চুল কাটলেন, উনার একটা পা নেই, ক্র্যাচ নিয়ে যে দক্ষতাই উনি কাটলেন ( বাংলাদেশী মামা গো মতো)... আমি পুরাই অবাক। আসলেই মানুষ চাইলে কি না করতে পারে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



