
গল্প প্রতিযোগিতা নিয়ে আমার আগের পোস্টে বেশ ভালো সাড়া পাওয়া গেছে। অনেকেই এগিয়ে এসেছেন এবং কিছু কিছু মূল্যবান মন্তব্য করেছেন। বিশেষ করে শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান ভাই, ব্লগার সাড়ে চুয়াত্তর ভাই, ব্লগার কবিতা পড়ার প্রহর, ব্লগার মাইদুল সরকার, শ্রদ্ধেয় ব্লগার গল্পকার অপু তানভীর ভাইয়ের সাজেশনগুলি খুব ভাল লেগেছে।
বিভিন্ন মতামতগুলি যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে যা পাওয়া যাচ্ছে-
১) ব্লগ থেকে আনুষ্ঠানিকভাবে এই মুহুর্তে কোন ধরনের প্রতিযোগিতা আয়োজন করার সম্ভবনা নেই। তবে যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে আগামী ব্লগ দিবস উপলক্ষে একটি আয়োজন করা হবে। ব্লগের মডারেটর এটা কনফার্ম করেছেন।
২) স্পনসরশীপ নিয়ে কেউ এগিয়ে আসেনি। তাই প্রতিযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে হলে পুরষ্কারের ব্যাপারে আমাদের কিছুটা ছাড় দিতে হবে।
৩) ছোট গল্পের ব্যাপারে এবং শব্দ সংখ্যায় সীমার ব্যাপারে সবাই বলেছেন। ব্লগ ডে ম্যাগাজিনে ছিল ১৫০০ শব্দ। আমিও সেটার সাথে একমত। আমার প্রস্তাবিত শব্দ সংখ্যা ১৫০০ (+/-১০০)। গল্পকাররা নিজেই পোস্টে শব্দ সংখ্যা উল্লেখ করে দেবেন। তবে হেডিং, নাম, কোন সূত্র ইত্যাদি এই সীমার মাঝে পরবে না।
৪) প্রতিযোগিতার ব্যাপ্তিকাল তিন সপ্তাহ হতে পারে। চর্তুথ সপ্তাহে এর ফলাফল ঘোষনা করা হবে।
৫) বিচারক আপাতত বাইরে থেকে আনার দরকার নেই। ব্লগ থেকেই যারা গল্প লিখেন প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার শর্তে তাদের তিনজনকে মনোনীত করা যেতে পারে, তাদের অনুমতিসাপেক্ষে। ভলেন্টারি এগিয়ে আসতে হবে। আমার একার পক্ষকে এত বড় কাজ করা সম্ভব হবে না।
৬) প্রথমবার আয়োজনের জন্য গল্পের টপিক/জনরা/বিষয় উন্মুক্ত রাখা হবে।
বাকি বিষয়গুলি তিনজন বিচারক নির্বাচিত হবার পর তারাই ঠিক করবেন। আমার সাথে অন্ততঃ দুইজন বিচারক লাগবে। তিনজন পেলে আমি প্যানেল থেকে সরে দাঁড়াবো।
*** যেহেতু পুরষ্কারে কোন স্পন্সর পাওয়া যায়নি, প্রথম যিনি হবেন তাকে আমার পক্ষ থেকে একটা উপন্যাস কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। তবুও এই প্রতিযোগিতা শুরু হোক। ইনশা আল্লাহ জমজমাট হলে স্পন্সররা এগিয়ে আসবেন পরের প্রতিযোগিতাগুলিতে।
আমার প্রাণের সামুকে প্রাণবন্ত এবং আনন্দমুখ অবস্থায় দেখতে চাই।
এই গল্পের প্রতিযোগিতা নিয়েই হোক সেটার শুভ সূচনা…………………
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইলো
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




