আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে অনেকেই গরুর ছবি সহ কত টাকা দিয়ে কিনেছেন সেটা গর্ব ভরে পোস্ট দিচ্ছেন। আপনারা কী জানেন, আপনার পরিচিতদের মধ্যে অনেকেই আছেন যারা এবার ঈদুল আযহাতে শত ইচ্ছে থাকা সত্ত্বেও কুরবানী দিতে পারবেন না।
গত প্রায় কয়েক বছর ধরে করোনাকালীন দুর্যোগের কারণে অনেকেই আজ চাকরিহারা বা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে অর্থনৈতিক অবস্থা অনেক দুর্বল পর্যায়ে চলে গিয়েছে। হয়তো আজ থেকে কয়েক বছর আগে এরা নিয়মিত কুরবানী দিতেন। কিন্তু আজ তারা কুরবানী দিতে পারছেন না। তাদের অবস্থাটা একবার ভেবে দেখুন। সামাজিক, পারিবারিক এবং নিজের সন্তানদের কাছে তারা কীভাবে মুখ দেখাচ্ছেন, একবার সেটা ভেবে দেখুন। আপনার দর্প ভরা পোস্ট তারা কতটা কষ্ট নিয়ে দেখছেন সেটা একবার চিন্তা করুন। তাদের মনের এই তীব্র ব্যথার কারণ কিন্তু আপনি নিজেই।
আল্লাহপাক আজ আপনাকে সামর্থ্য দিয়েছেন মাশআল্লাহ, সেজন্য আপনি আজ অনেক বড় গরু কুরবানী দিতে পারছেন। রিজিকের মালিক তো আল্লাহ। তিনি মানুষকে সামর্থ্য দেন এবং প্রয়োজন মনে করলে সে সামর্থ্য তার কাছ থেকে তুলে নেন। এতে মানুষের কোন কৃতিত্ব নেই। ব্যাপারটা হচ্ছে রিজিকের। যার যেটা দেয়া হয়েছে।
আজকে আপনি অনেক বড় গরু কুরবানী দিতে পারছেন। কিন্তু আপনি কি নিশ্চিত আগামী বছরে কিংবা তার পরের বছরগুলোতে আপনার এই সামর্থ্য থাকবে। এতটা নিশ্চিত কীভাবে হলেন আপনি?
সহি হাদিসে বলা আছে যিনি গর্ব ভরে একটা পদক্ষেপ ফেলবেন তিনি বেহেশতে প্রবেশ করবেন না। আপনার এই গর্বভরে গরুর ছবি দেয়া পোস্ট আপনার কতটুকু ক্ষতি করতে পারে সে সম্বন্ধে আপনার কোনো ধারনাই নেই।
আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা কুরবানী দিতে পারবেন না। কুরবানীর দিন তারা আমাদের সাথে ঈদুল আযহার আনন্দে শরিক হতে পারবেন না। আল্লাহ তাদের সেই সামর্থ্য দেয়নি। কিন্তু এটা কোনোভাবেই তাদের অপরাধ নয়।
আমাদের ঈদ উল আযহার খুশি এবং আনন্দের ভীড়ে যেন এদের নিতান্ত প্রয়োজনগুলি হারিয়ে না যায়!
যদি এদের মুখে হাসি না ফুটানো যায় তাহলে আমাদের কুরবানীর সার্থকতা কোথায়?
আপনি কি জানেন, আমাদের গরু, ছাগল, মহিষ, গোশত, টাকা, পয়সার কোনো কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে পৌঁছাবে না। শুধু তার কাছে পৌঁছাবে আমাদের সহী নিয়ত। আর এই নিয়তের পুরষ্কারই রোজ হাশরের ময়দানে কিয়ামতের দিন বান্দার কাছে ফিরিয়ে দেয়া হবে।
আসুন আমরা কুরবানীর আসল তাৎপর্য উপলব্ধি করি এবং আমাদের চারপাশের অভাবী মানুষজনের মুখে হাসি ফুটিয়ে তুলি।
সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা!
(ছবিটা সোশাল মিডিয়া থেকে যোগাড় করা হয়েছে। এবং সিম্বোলিক অর্থে ব্যবহার করা হয়েছে।)
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৪:০৪