এশিয়ার বৃহত্তম কৃষি খামারঃ দত্তনগর(ছবি ব্লগ-০২)এশিয়ার বৃহত্তম কৃষি খামারঃ দত্ত নগর (ছবি ব্লগ-০১)
কোল্ড স্টোরেজ। নতুন নির্মিত। জানুয়ারি ২০১৭ পর্যন্ত এখনও উদ্বোধন হয়নি

ফার্মের ভীতর বট গাছ বেশ কটা অাছে, তবেই এই গাছটাই দেখতে সবচেয়ে সুন্দর।এর গোড়াটাও বাধানো।সফরে অাসলে এখানেই অধিকাংশ রান্না বান্না হয়। এখন ধান রোপনের সময়।তাই চারিদিকে পানি।এরপ রেও দুপুর বেলা।ছবি গুলা অধিকাংশই অামার কমদামি সেটে তোলা।তাই বেশ কিছু ছবি সাদা হয়েছে,অারকি।

অধিকাংশ পথজুড়েই দুধারে গাছ লাগানো।অনেক জায়গাই পাম গাছও অাছে।

টবে ফুল বাগান।

বটগাছে উঠে পড়লাম অামরা দুজন।নিচেই বড় ভাই।একটু ক্যামেরা বন্ধি করলাম অারকি।

খামারের ভিতর অাছে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়।
বর্তমান সরকার ক্ষমতাই অাসার পর এখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উত্থাপন করা হয়।দাবিটি গ্রহন হয়েছে।শিক্ষা মন্ত্রনালয় ও ইউজিসি সমিক্ষা করেছে।মন্ত্রণালয় থেকে প্রক্রিয়া শেষ হলেই বিশ্ববিদ্যালয় হবে বলে অাশা করা যায়।তবে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় ব্যবহারিক করতে এখানে এসে থাকে।
উপপরিদর্শকের কার্যালয়ের সামনে।

পাঁচ অাওলিয়ার দরগা।লোক মুখেশোনা।সঠিক ইতিহাসটা অামার জানা নেই।

সর্বশেষ ছবিতে দেখা যাচ্ছেঃ গরুগুলা অধিকাংশই রশিদিয়ে বাধা নয়।দলবেধে থাকে।এখানে ৮০টি গরু অাছে। এদের চারি ধার বাশ দিয়ে বেড়া দেওয়া ।

শুকনা অামপাতা নিয়ে পিচ্চিরা অাসছিলো। যখন বললাম তোমাদের ছবি উঠাবো। সেই চেহারা ফিনিয়ে নিয়ে দৌড় দিলো।
চাষের পূর্বে জমি প্রস্তুত করা হচ্ছে।

এমন অনেক পাম্প অাছে।

পাকা সেচ নালা

খামারের গরুকে খাবার দেওয়া হচ্ছে।

পরিক্ষা মূলক জাত উদ্ভাবন করা হচ্ছে।

বিভিন্ন অংশের মতো এখানেও নতুন ধান রপন করা হয়েছে।

বেশকিছু বাগানের একটি অাম বাগান।

পাম্প ঘর।

বিভিন্ন ফসলের বিবরণ।

পোকা মাকড় নিধন করা হচ্ছে।

ধান কাটাই ব্যস্ত কৃষক।
যদি ভালো করে সবকিছু ঘুরে দেখতে চান, মটর বাইক লাগবে। তাও দেখে শেষ করাটা কষ্ট কর হয়ে যাবে।

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৭