আনেক সুন্দরী মেয়ে পারিবারিক জীবনে সম্পর্কের দিক থেকে সুখী নয়। এর কারণ হিসেবে বলা যেতে পারে ,এদের জীবনে হয়তো অনেকেই আসে আবার যায়। তাই ভিন্ন স্বাদের কারণে আরো ভালো কিছু খোজ করে। তাদের কাছে ভালোর নির্দিষ্ট প্যারামিটার নেই, যাদিয়ে সে প্রত্যাশিত সুখ মাপবে।যার কারণে কাউকেই এরা ঠিকভাবে মূল্যায়ন করতে পারে না।এরা ভাবে এর চাইতেও ভালো কেউ এদের জীবনে আসবে।
কিন্তু এরা ভুলে যায় তুমুল আলোয় অজস্র পোকামাকড় ভীড় করলেও জোনাকি পোকা ভীড় করে না। এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে। একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয়। যেন কোথাও পালাতে না পারে...
আপেক্ষিক কথা।
আপনি একমত নাও হতে পারেন...
আমি অনেক গুলো ঘটনার বাস্তব স্বাক্ষী...
(ফ্যাক্টঃ বিবাহ বিচ্ছেদ)
রিলেটেড পোস্ট। সময় থাকলে ঘুরে আসতে পারেন।বিবাহ বিচ্ছেদ
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫১