পরনে শুধু প্যান্ট। শার্ট খুলে রেখেছেন।
ঘটনাটি ঝিনাইদহ জেলার কালিগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।
এভাবে খালি গায়ে নাকে একটি ওয়ান টাইম মাস্ক পরে থাকলেই কি উনি করোনা মুক্ত থাকবেন শহিদুল ইসলাম। অথচ এম.বি.বি.এস ডক্তার গণ ৩ ফিট দূর থেকে রোগীদের পরামর্শ প্রদান করেন এবং ব্লাড প্রেশার ও তাপমাত্রা পরিক্ষা ছাড়াই অসংখ্য চিকিৎসা প্রদান করা হয় বহিঃবিভাগে।
সেখানে এই ভদ্রলোক কিভাবে শার্ট খুলে নারীদের করোনা টিকা দিচ্ছে???
হায়রে আমাদের স্বাস্থ্য খাত!!!
আবার একটু ফাঁকা হলেই টিকা দেওয়া কেন্দ্রেই চেয়ারে বসে করছেন ধুমপান। (১০/১০/২০২১তারিখ) রবিবার দুপুরে এমনই চিত্র দেখা গেছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম একদম খালি গায়ে নারীদের টিকা প্রদান করছেন।
দেখুন কি অবস্থা!!!!
রায়হান ভাই'র ফেসবুক ওয়াল থেকে সংগ্রহীত।