
আমার এক বড় ভাই + বস, একদিন এক গল্পো বলেছিলেনঃ বড় ভাইয়ের এক বস ছিলেন, তিনি
একত্রে অনেক গুলো প্রতিষ্ঠানে কাজ করতেন। এবং সব গুলাই ভালো পারফর্মেন্স করতেন। এছাড়াও কাজ করতেন সামাজিক
বিভিন্ন প্রতিষ্ঠানে।
উনাকে একদিন প্রশ্ন করা হলো- এতো কাজ কিভাবে করেন?
প্রশ্নে উত্তরেঃ আমি যখন যে প্রতিষ্ঠানে দ্বায়িত্ব পালন করি বা কাজ করি তখন শুধু ওই প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করি ও কাজ করি। অন্যকোন চিন্তা মাথায় নেইনা। ফলে কাজে মননিবেশ করা সহজ হয়।
আর দৃঢ় ভাবে কোন কাজ করলে সে কাজ গল্প সময়ে অনেক কাজ করা যায়।
কিন্তু, কেইচ হলো অন্য যায়গায়। আমি ব্যক্তিগত ভাবে এটা পারছিনা। সময় নষ্ট হয়ে যাচ্ছে বেশি। অযথা সময় নষ্ট হচ্ছে, আর বেহুদা মোবাইল ব্রাউজ করাই হচ্ছে।
আসলে এভাবে আর চলা যায়না...
চিন্তা করছি পরিবর্তন হবো ইনশাআল্লাহ।
পুরাতন পাতা
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



