
আমাদের দেশের মানুষের টেন্ডেন্সি হলো লেখাপড়া করা মানে হলো চাকুরী করা। নেই কোন সৃজনশীলতা তৈরীর উদ্যোগ। উদ্যোগ বা সেই মাপের কর্মক্ষেত্র তৈরীর উদ্যোগ।
এই প্রেক্ষিতে, আমাদের কওমী মাদ্রাসার ভাইদের টার্গেট থাকে মসজিদের ইমামতী করানো আর কলেজ ভার্সিটিতে পড়ুয়া একজন ছাত্রের টার্গেট থাকে একটা চাকরি করতে হবে।
কি চাকুরী? সরকারি চাকরি। না হলে একটা বে সরকারি চাকরি। তা না হলেও যে কোন একটা ছোট খাট চাকরি হলেই চলবে। সে ক্ষেত্রে দেখা যায় ইন্জিনিয়ারিং শেষ করেও ব্যাংকার হতে, এমবিবিএস পাশ করেও ইউএনও হতে।
লক্ষ্য যেহেতু চাকরি করা, মেধা সৃজনশীলতা ও পড়ালেখা সেখানে অর্থ হীন।
শিক্ষামন্ত্রী, পাঠ্যসূচীতে কি কি পরিবর্তন এনেছেন? শিক্ষকদের কি কি প্রশিক্ষণ ও প্রযুক্তি শিক্ষা ও কর্মমুখী শিক্ষা দিয়েছেন?
আমাদের এই শিক্ষা ব্যবস্থার আউটপুট কি?
শিক্ষামন্ত্রীর কাজ কি? বেকার প্রডাকশন দেওয়া?
ধন্যবাদ মাননীয় শিক্ষা মন্ত্রী,আপনি অনার্স মাষ্টার শেষ করা ছাত্রকেও আজ কওমী মাদ্রাসার ছাত্রদেরমতো বেকার তৈরি করতে সক্ষম হয়েছেন।

সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




