বার জনের তের মত- একটা বাংলা প্রবাদ।
একটা সুন্দর সমাজ তথা দেশ পরিচালনার জন্য একটা ভালো লিডার বা শাসক খুব বেশি প্রয়োজন। এখানে কথা থাকে, আপনি তেতুল গাছ রোপন করেতো আম্রোপালি আশা করতে পারেন না। তাই একটা দেশের শাসক ও শাসন ব্যবস্থা নির্ধারিত হয় সেদেশের সামগ্রিক জনগণের চিন্তা ও মননের উপর। তবে হ্যা, এর ব্যতিক্রম হতেও পারে।
দেশের জনগণকে উজ্জীবিত ও গঠনমূলক করে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার অবস্থান অন্যতম। শিক্ষা ব্যবস্থা যদি খারাপ হয় তবে একটা দেশ শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে রাজনীতি ও সমাজ ব্যবস্থা।
আগামীর সুন্দর বাংলাদেশের প্রতিক্ষায়...
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১৫