রাতের শেষ কিংবা দিনের শুরুতে
আমার স্বপ্নে কিংবা লেখা কবিতায়
বারবার ঘুরেফিরে তুমিই আসো,,,,,,,,,,,,,,,,,,,,,
কিন্তু আমি চাইনা লিখতে আর
তোমায় নিয়ে মিথ্যে কথার সমাহার
দেখতে চাইনা আর
হৃদয় ভাঙ্গা স্বপ্ন।
যেখানে কষ্টরা খেলা করে
স্বপ্নগুলো কেঁদে মরে,
সেখানে কেন ঠেলে দিতে চাও
তুমি আমায়?
তোমার জন্মকি আমায় কষ্টদিতে?
মিথ্যে সুখের আভা দেখাতেই কি
এসেছ আমার স্বপ্নে?
তবে জেনে রেখো তুমি
আমার লেখা যত কবিতা
সবই তোমাকে নিয়ে
আমার দেখা যত স্বপ্ন
সবই তোমাকে নিয়ে
তুমি আমার কবিতার
ছন্দবিহীন পংতিমালা
তুমি আমার স্বপ্নের উপজীব্য
আমার স্বপ্ন কন্যা।
আমার মিথ্যে সুখের নীড়.................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





