৫ই অক্টোবর ২০১২, সকালে নিজের প্রাইভেট ই-মেইলের ইনবক্সে দেখলাম নতুন একটি মেইল। স্প্যাম ভেবে মুছে ফেলার আগে প্রাপকের এড্রেসটা দেখে মনে হলো না এটা স্প্যাম, তাই মেইলটা ওপেন করলাম। আশ্চর্য বিষয় মেইলে ক্লিক করার সাথে সাথে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি মেসেজ এল। যাইহোক মেইল বডিতে কিছুই লেখা নেই, আছে শুধু এটাচ করা একটি ওয়ার্ড ফাইল। কি ভেবে জানি ফাইলটা ডাউনলোড করলাম। ওপেন করে পড়ে দেখি একটি কানাডিয়ান ফার্ম থেকে আমাকে সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেয়া হয়েছে এবং সঙ্গে আমার কর্মস্থল কাতারে উল্লেখ করা হয়েছে। বেতন ১০০০ ইউএস ডলার। মেসেজেও একই কথা উল্লেখ করা এবং আমাকে তারপরের দিন অর্থাত ৬ই অক্টোবরের মধ্যে আমার আপডেটেড সিভি, এই অফার লেটার,মেডিকেল চেকআপ রিপোর্ট. আমার যাবতীয় অভিজ্ঞতা এবং সনদের কপিসহ তাদের লোকাল কাউন্সেলিং অফিস সিলেটে হাজির হতে বলা হলো। উক্ত অফার লেটারে তাদের সাথে যোগাযোগের জন্য একটি বাংলালিংক নাম্বার দেয়া আছে। অনলাইন ফ্রডদের সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকায় আমি তাদের দেয়া ওয়েব এড্রেস ওপেন করতে গিয়ে দেখলাম সাইটটি ব্লকড। এরপর বিষয়টি নিয়ে আর মাথা না ঘামিয়ে আমি আমার কাজে মনোনিবেশ করি।
এখানে উল্লেখ্য মেইলে আমাকে আমার নামে সম্বোধন করে জবে জয়েন করার অনুরোধ করা হয়েছে। আমি আশ্চর্য হলাম এই ভেবে তারা আমার প্রাইভেট ই-মেইল আমার বায়োডাটা এবং মোবাইল নং কোথায় পেল ? আমি তো আমার জ্ঞানে এমন কোন প্রতিষ্ঠানে কখনো জব এপ্লাই করিনি।
এরপর ১০ অক্টোবর ২০১২ আবারো মোবাইলে এসএমএস আসলো একই অফার নিয়ে সেখানে বলা হলো আমাকে ঐদিনই বিকাল ৪টার মধ্যে তাদের দেয়া কেয়ার লাইনে যোগাযোগ করার। এবার আমার মাসিক বেতন উল্লেখ করা হয়েছে ১১০০ ইউএস ডলার। আমি এবার বিষয়টা গুরুত্বের সাথে নিয়ে তাদের কেয়ার লাইনে ফোন দিই। একটি মেয়ে ফোন রিসিভ করে। আমি মেয়েটিকে আমার কাছে আসা মেইল ও এসএমএসর বিষয়টি বললাম এবং জিজ্ঞাসা করলাম তাদের এই রিক্রুটমেন্ট এর এড বিডি জবসে দেয়া হয়েছিলো কিনা ? কারণ বিডি জবসের অনেকগুলো জবে আমার এপ্লাই করা ছিল। মেয়েটি আমার কথায় প্রচন্ড ক্ষিপ্ত হয়ে এইচ,আর –এ যোগাযোগ করতে বলে ফোন কেটে দেয়। এরপর আমিও বিষয়টি নিয়ে চিন্তা করা ছেড়ে দিয়েছি।
আজ ১৩.১০.২০১২ সকালে Daily Star এর প্রথম পেজে এমন একাধিক ঘটনা এবং নিরীহ চাকরীপ্রার্থীদের অর্থ খোয়া যাওয়ার বিষয়ে একটি প্রতিবেদন পড়ে ভাবলাম আমার অভিজ্ঞতাটুকু ব্লগে শেয়ার করি যাতে নিরীহ চাকরীপ্রার্থীরা এসব অনলাইন টাউটদের থেকে সতর্ক থাকতে পারে।
শুভকামনা ।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




