আজান শুনে ঘুম থেকে উঠলাম আজি জেগে
উঠে দেখি বউ আমার দাঁড়িয়ে আছে রেগে,
গ্যাসের চুলায় গ্যাস নাই টাংকিতে নাই পানি
অফিস যেতে লেট হবে সেটা আমি জানি।
খাবার দাবার হবে না আজ গোসল করব কোথায়
মা-মনিটা কাদঁছে দেখ পেটে ভীষন ক্ষুধায়,
জমে গেছে গ্যাস আহা জমে গেছে বেশ
উন্নয়নে ভাসছে আমার সোনার বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




