ঘড়িতে সকাল ১০.৩০ মিনিট। ক্লাস শুরু হবে কিছুক্ষণ পরই। স্যারের অপেক্ষাই আমরা। এমবিএর ছাত্র হিসেবে ছাত্র আমাদেরকে আপনি সম্বোধন করে কথা বললেন। ক্লাসের নিয়ম নীতি সম্পর্কে অনেক গুলো দিক নির্দেশনার মধ্যে একটি ছিল ক্লাসে ফোনে কথা বলা যাবে না। ফোন সাইলেন্ট রাখতে হবে। স্যারের নির্দেশ পেয়ে পকেটে হাত দিয়ে ফোনটির সাউন্ড বন্ধ করে দিলাম। ইংরেজিতে লেকচার শুনছি কিন্তু অধিকাংশই বুঝতে পারছি না। তবুও একামত্ম অনুগত ছাত্র হিসেবে বসে আছি হঠাৎ ফোনের রিং টোন বেজে উঠল স্যারের ফোনে। আমরা চোখাচোখি করে হাসলাম।
স্যার সরি বলে ফোন রিসিপ করলেন। তারপর আমাদেরকে বললেন , আমার বাবা ফোন দিয়েছিল। আমি কথা বললাম কারণ আমার মা একদিন ক্লাসের সময় ফোন দিয়েছিল আমি ফোন রিসিপ করে বলেছিলাম মা তোমার সাথে পরে কথা বলছি। ক্লাস শেষে আমার মায়ের সাথে আর কথা বলা হয়নি। ততক্ষনে মা চলে গেছেন না ফেরার দেশে। ক্লাসে পিন পতন নিরবতা । আমার চোখ বেয়ে ঝরছে পানি । কত বার মায়ের ফোন ধরি না সামান্য ব্যসত্মতার কারণে হায় যদি আমার মাও চলে যায় না ফেরার দেশে, তবে মায়ের সাথে কথা বলা হবে না আর কোনদিন। তাই শত ব্যসত্মতার মাঝেও বাবা মায়ের ফোন পেলে কথা বলা উচিত এবং আমি মনে করি আমরা যারা বেচেঁ থাকার তাগিদে বাবা মাকে ছেড়ে অনেক দূরে আছি তাদের উচিত প্রতিদিন অনমত্ম একবার করে হলেও বাবা মায়ের সাথে কথা বলা। আপনার সুন্দরী বউ এর চাইতে হাজারো সুন্দরী বউ আপনি পেতে পারেন, আপনার সমত্মানের মত আরো সমত্মান আপনার পাওয়ার সম্ভবনা আছে কিন্তু পৃথিবীতে এমন কোন কিছু নেই যার বিনিময়ে আপনার বাবা ও মাকে আপনি ফিরে পেতে পারেন। তাই হৃদয়ের সমসত্ম ভালবাসা দিয়ে আসুন আমরা ভালবাসি মা ও বাবাকে।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




