
পরিকল্পনা হলো কাজের অর্ধেক। কাজ করতে পারে অনেকেই কিন্তু সাহস করে উদ্যোগ নেওয়াটাই হলো নেতৃত্ব। আমরা অনেকেই হয়তো উদ্যোগ নিয়ে পিকনিক করেছি, খেলার আয়োজন করেছি, নাচ গানের আয়োজন , চুড়ঁইবাতি, যাত্রাপালা, জারীগান, পালা গানসহ নানা কিছু। আবার অনেকেই চার পাঁচজন মিলে করেছি সমিতি কিংবা রেখেছি পল্ট বা ফ্লাট। আসুন আজকে আমরা মানুষকে বাচাঁতে একটি উদ্যোগ নেই। সামর্থবান চার/ পাঁচজন মিলে প্রতিটি গ্রামে ও মহল্লায় একটি করে পরিবারের দায়িত্ব নেই। যাতে করে এই রমজানে কেউ খাবার কষ্ট না পায়। রাসুল সাঃ বলেছেন , যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে থাকে সে ব্যক্তি মমিন নয়। ভয় পাচ্ছেন আমি ছোট , আমাকে দিয়ে হবে না, হবে অবশ্যই হবে। সন্ধ্যা তখন হয়ে এলো প্রায়। প্রতিদিনের মতো বাসার আশে পাশে সাইকেল চালানো শেষ করে বাসায় ফিরেছে ৭ বছর বয়সী চার্লী সিম্পসন । স্কুলের পড়া শেষ করে মায়ের কুলে শুয়ে টেলিভিশন দেখছিল সে। হঠাৎ টেলিভিশনে হাইতিতে একটি ভুমিকম্পের খবর দেখালো যেখানে তার মতো একটি শিশুকে ধ্বংসস্তুপ থেকে টেনেহিচড়ে তোলা হচ্ছে। এ দৃশ্য দেখে কান্না চেপে রাখতে পারে না সে। সে বলল মা হাইতির শিশুদের জন্য কিছু করতে হবে। মা বলল তুমি ছোট ছেলে হাইতির শিশুদের জন্য কি করবে? সে বলল মা আমার সাইকেলটা দাও আমি আমার আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য নিব আর তুমি মেইলে ও ফেসবুকে তোমার বন্ধুদের কাছে সহযোগিতা চাও। সে যখন ইংলান্ডে তার প্রতিবেশির দরজার কড়া নাড়ত তখন তারা দরজা খুলে অবাক হত একটা ছোট্ট শিশুকে দেখে। ফলে কেউ তাকে খালি হাতে ফিরিয়ে দেয়নি। তার মাও প্রচুর সাড়া পেল ফেসবুকে। এই ছোট্ট সিম্পসন প্রায় ২লাখ পাউন্ড জমা করে সে বৃটেনের প্রধান মন্ত্রির কাছে তার ত্রাণের টাকা নিয়ে হাজির হয়। যা সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে। পরিশেষে একটি কবিতা দিয়ে শেষ করছি
আমিতো জানি না পথ পথের দুরত্ব
জানি না বরফ ঢাকা নদীর ঘনত্ব
এতটুকু জানি শুধু গন্তব্যের বাড়ি
যতই হোক না দূরে দিতে হবে পারি।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




