পৌষের শেষ বেলায় সোনালী আলোয় আলোকিত আমার জানালা,
পরিষ্কার আকাশে শূন্যে পাখা মেলেছে মেঘদূত,
বিস্তীর্ণ বিলের জলে প্রতিফলিত আকাশের বিশালতা,
লতানো স্বর্ণলতিকার থোকায় সাদা ফুলের মেলা বসেছে,
রংবেরঙের প্রজাপ্রতির ডানায় বসন্তের আগমনী চিঠি পাঠিয়েছে।
দিগান্ত জোড়া শুকনো শুষ্ক প্রান্তর শীতনিদ্রায় আছন্ন,
সর্ষে ফুলের অঞ্জলি দিয়েছে সবুজের পাদদেশে,
খেজুরের রসের ঘ্রানে মাতোয়ারা পথিকের দেহপ্রান,
সাদা আকাশে পরিযাত্রিক পাখির নিরুদ্দেশ যাত্রা,
যতদূর চোখ যায় অবারিত নুতুন ফসলের হাঁসি।
কুয়াশায় মোড়ানো রাতের নিস্তব্দ অন্ধকার,
দিনের কর্ম ব্যস্ততার শেষে কৃষাণীর প্রশান্তিময় ঘুমকাতরতা,
জবুথুবু শীতের আড়ষ্টতায় শান্ত, স্তব্ধ পৃথিবী।
শূন্যতার তোমার আমার সাজানো সংসার,
আমাদের আলিঙ্গনে শীতের রুক্ষতা উবে যাক ভালোবাসায়।( রি-পোসট)
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৫