আমার কিছু মিষ্টি মিষ্টি দুঃখ আছে
আছে অনেক তেতো আনন্দ
আমি গোপনে ভালোবাসার জন্য কাঙাল হয়ে
প্রকাশ্যে ভালোবাসাকে করি অস্বীকার
আমি সার্থকতার নামে এক ব্যর্থতার পেছনে ছুটে ছুটে
কিনে নিই অসুখী সুখ
আমি জাগরণের মধ্যে ঘুমোই এবং
স্বপনের মধ্যে জেগে থাকি
আমি হারতে হারতে বাঁচি এবং
বাঁচতে বাঁচতে হারি
আর জয়ীকে দিই নীরব ধিক্কার
মনে হয় সবসময়
হয়তো এরকম কিছু নয়
হয়তো অন্যকিছু
হয়তো অন্য কোনোভাবে বাঁচা
তবুও একইরকমভাবে অসমাপ্ত নদীর মতন
লকলক করে এগোতে থাকে জীবন...
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


