১০ ডিসেম্বর শাহরুখ লাইভ নিয়ে গত ২ মাস ধরেই বেশ মাতামাতি চলছে। ৩০০০ থেকে ২৫০০০ টাকার টিকেটও বিক্রি শেষ। তবে এর মধ্যে অনেক বিষয়ই আছে যা সকলের অজানা। সে বিষয়গুলোই এখানে তুলে ধরলাম। তথ্যগুলোর সোর্স একান্তই গোপনীয় ও বিশ্বস্থ। তবে তথ্যগুলো নিয়ে খটকা থাকলে অনুরোধ রইলো যাচাই করে দেখবার জন্য।
১. শাহরুখ লাইভের উদ্যোক্তা অন্তর শো-বিজের স্বপন চৌধুরী অনুষ্ঠানটির বাজেট সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তথ্য দিয়েছেন। নভেম্বরে হোটেল শেরাটনের এক প্রেস কনফারেন্সে তিনি প্রোগ্রামের বাজেট এক থেকে দেড় কোটি টাকা বললেও পুরো অনুষ্ঠানের বাজেট হলো ১৮ কোটি টাকারও বেশি!
২. অনুষ্ঠানের জন্য শাহরুখ খানের টিমকে দেয়া হয়েছে ১২ কোটি টাকা!
৩. বৈশাখী টিভি অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করার জন্য স্বপন চৌধুরীকে দিয়েছে সাড়ে ৩ কোটি টাকা!
৪. স্বপন চৌধুরীকে বৈশাখী ৩০ কোটি টাকা অফার করেছিলো অনুষ্ঠানটির স্বত্ত্ব তাদেরকে দিয়ে দিতে। কিন্তু স্বপন চৌধুরী তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারণ তিনি এই প্রোগ্রাম থেকে ৫০ কোটি টাকারও বেশি প্রফিট আশা করছেন!
৫. বাংলাদেশের শাকিব খান এই প্রোগ্রামে শাহরুখের সঙ্গে একই গানে নাচতে স্বপন চৌধুরীকে দিয়েছে ৫০ লাখ টাকা!
৬. অনুষ্ঠানে ১ লাখ ও ২ লাখ টাকার টিকেটও ছাড়া হয়েছিলো, যেটি গোপন করা হয়েছে! এই টিকেটধারীরা শাহরুখ খানের সঙ্গে ডিনার থাবার সুযোগ পাবে!
...... আরো তথ্য পাওয়া মাত্রই আপডেট করা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




