সুহাসিনী মেয়ে
আজ ফিরে আসতে বলছ
কলিজার পাজর ভেঙ্গে রক্তাক্ত হয়ে যায়
ইচ্ছে হলেই সব সময় ফেরা যায় না
এমন একটা দিন ছিল যখন তুমি বললেই
রাত কে দিন করতাম দিন কে করতাম রাত
অনেক বছর প্রতিক্ষার পালা শেষ করার প্রহরে
তুমি অকস্মাৎ বললে আমি যেন ফিরে আসি
সব ফেরা সব সময় হয় না প্রিয়া ।
নীরব আঁধারে ফেসবুকে যখন তোমাকে দেখি
আমার ঔরসজাত কাতর চোঁখে তাকায়
মা হারা মেয়ের কান্না আমি যেন শুনতে পাই
ভুল তো দুজনেই করেছিলাম,কেউ বুঝে কেউ না বুঝে
কষ্টের সীমানা পাড়ি দিয়ে দূজনেই দাঁড়িয়েছি মোহনায়
তোমার আকাশ আর আমার মাটি
কাটাওনা কটা দিন মেঘের সাথে মিতালি করে
আমিও কাঁটাই ঔরসের মুখে হাসি দেখে দেখে বাকি কটা দিন
জেনে রেখো
ভোগের মাঝে সুখ নেই
ত্যাগের মাঝেই সুখ ।
, ,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


