মনে আছে সেই সুন্দরিতমার কথা ? হ্যা তিব্বতের সেই সুন্দরির কথাই বলতেছি । সুন্দর বাংলা এডের মধ্যে অন্যতম ছিল যেটা । হিট করেছিল পুরো দেশজুড়ে । ছোটকালে ( বেশি না , ক্লাস ৭ এ থাকতে
সেদিন কর্মব্যস্ত জীবনে সিনিয়র স্টাফের মাত্রাতিরিক্ত খাজুইরা প্যাঁচাল শুনতে শুনতে মন খারাপ হয়ে গিয়েছিল । মন খারাপ থেকে ভাল করার জন্য কিছু চিন্তা করতেছিলাম । সেই সময় পৃথিবীর সবচেয়ে সুন্দর সেই হাসির কথা মনে পড়ল । নাহ , তিন্নির হাসি না , আরেকজনের হাসি । হাসিটা চিন্তা করতে থাকলাম আর সাথে সাথে সব বকবকানি থেকে মুক্তি পেয়ে আমি অন্য দুনিয়ায় চলে গেলাম ।
মনে মনে গাইতে থাকলাম
" তুমি হাসলে যেন এক থালি চাঁদ ,
না হাসলে পূর্নিমা ।
সুন্দরিতমা , সুন্দরিতমা , সুন্দরিতমা , সুন্দরিতমাহ
সেই এডটা আবার দেখে নিন ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১১ সকাল ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



