জব্বার কাগুর টুইটার নিয়ে একজন পোস্ট করেছেন। তাই একটু কৌতুহল হলো কে কেমন টুইটার ব্যবহার করছেন বাংলাদেশে।
কৌতুহলটা জাগলো প্রখ্যাত অর্থনীতিবিদ ড. হোসাইন জিল্লুর রহমানকে মো.জ কাগুর ফলোইং লিস্টে দেখে। প্রাক্তন এই তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা টুইটারে ফলো করছেন কাকে জানেন? একমাত্র আমাদের সবেধন নীলমণি, বাংলাভাষার ডিজিটাল গুটেনবার্গ, আইটির সর্বেসর্বা, বাংলাদেশের বিল গেটস তথা কাগুকে।
রাজনীতিবিদ সাবের হোসাইন চৌধুরিও ফলো করছেন কাগুকে। তিনি সেই সাথে দেশের স্থপতি এবং জাতির পিতার দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কেও ফলো করছেন(তার টুইটার অবশ্য সবার জন্য উন্মুক্ত নয়)।
কাগুর ফলোয়ার ফরিদ আহমেদ নামে ইংল্যান্ডে বসবাসকারি আরেক টুইপ(tweep, twitter user. plural tweeple, just like people
জনাব সি.এস.করিমও টুইটারে একমাত্র কাগুকেই ফলো করছেন।
যদিও পোস্টের শিরোনাম বাংলাদেশের মহারথীরা দিয়েছি তা আসলে হলোনা। মূলত কাগুর সাথে টুইটারে যোগাযোগ/সম্পর্ক এবং তার বন্ধুর বন্ধু এমনদের কিছু তথ্য দিলাম মাত্র। আরো বেশি জানার ইচ্ছা থাকলে নিজে ঘেটে জেনে নিন।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


