কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক মজার মানুষ বটে! কষ্টের দিনেও ভেংচি কাটতে পারেন তিনি জিহ্বা বের করে।
হ্যাঁ, এমনই এক দৃশ্য দেখা গেলো কানাডার সংসদে। প্রধানমন্ত্রী ট্রুডো এদিন সংসদের হাউজ অব কমনস থেকে নিজের চেয়ারটা নিজেই নিয়ে গেলেন। সে সময় ক্যামেরায় তিনি জিহ্বা বের করে পোজও দিলেন! সাবেক কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা মার্ক কার্নির কাছে তিনি কানাডার ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব হারিয়েছেন। সোমবারই তিনি প্রধানমন্ত্রী ট্রুডোর সাথে দেখা করেছেন এবং ক্ষমতার হস্তান্তর দ্রুতই হবে বলে জানিয়েছেন। তাহলে কি ধরে নেয়া যায়, এভাবেই কানাডার রাজনীতিতে ট্রুডো পরিবারের ইতি ঘটবে? নাকি আবার কামব্যাকের সুযোগ আছে? আপাতত ভারত সরকার ও কানাডা প্রবাসী ভারতীয়রা আর সেটা চাইবে বলে মনে হচ্ছে না। দেব দুলাল গুহ।
.
Canada’s Prime Minister Justin Trudeau carries his chair from the House of Commons on Parliament Hill in Ottawa, Canada, March 10, 2025. Former central banker Mark Carney, fresh from a landslide victory to become the leader of Canada’s ruling Liberal Party and the country’s next prime minister, met with Trudeau on Monday and said the formal handover of power would be quick.
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২৫ রাত ৩:১৯