টিউলিপ, আপনি কামডা ভালা করলেন না।
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কে স্টারমারের দলের থেকে নির্বাচিত এমপি ও তাঁর অত্যন্ত কাছের একজন রাজনীতিবিদ। মনে হচ্ছে তিনি কোনো একটা ঘটু করেছেন। কিছু একটা ঝামেলা তিনি পাকিয়েছেন।
কী ঘটু করেছেন? তা জানার আগে চলুন জেনে নেওয়া যাক, ব্রিটেনে এবার অবাক করা কী কী ঘটনা ঘটেছে। এমন তাজ্জব ঘটনা এর আগে কি কখনো ঘটছে? লন্ডন যাবার আগে বলা হলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হবে, অথচ এখন বলা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী নাকি ব্রিটেনেই নাই! ব্রিটিশ প্রধানমন্ত্রী এত্তোবড় নোবেল লরিয়েটের সাথে সাক্ষাৎ এর সূযোগ হাতছাড়া করলেন! শেইম!!
"প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘কিয়ার স্টারমারের, আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসছিলেন, উনি জানালেন যে উনি (কিয়ার স্টারমার) কানাডায় আছেন।’"
এরপরও তাঁরা চেষ্টা করছেন জানিয়ে প্রেস সচিব বলেন, সময় ও শিডিউল ম্যাচ (সূচি মিললে) করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।"
এখন তো মনে হচ্ছে গিরিঙ্গিটা টিউলিপই বাঁধিয়েছেন! আমার মনে হয় টিউলিপের আমন্ত্রণ গ্রহণ করে পার্লামেন্ট হাউজে তাঁর সাথে দেখা করে আমাদের স্যারের একটা কড়া বার্তা দিয়ে আসা উচিত। একটা দৃঢ় প্রতিবাদ করা জরুরি যে এভাবে একজন নোবেল লরিয়েটকে অসম্মান করা যায় না। বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানরা যার মুখে ক্ষুদ্রঋণের গল্প শোনার জন্য লাইন ধরেন, সেখানে একজন সামান্য ব্রিটিশ এমপির এত বড় ধৃষ্টতা যে তিনি কূটচাল চেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে মোলাকাত বন্ধ করে দিলেন! আবার শুনলাম এয়ারপোর্টেও নাকি ব্রিটিশ সরকারের কেউ ছিলেন না, ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাকি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে রিসিভ করেছেন!
অবশ্যই এর একটা বিহিত করে আসা দরকার। নিদেনপক্ষে রাজার কাছে আচ্ছা করে একটা নালিশ জানিয়ে আসা উচিত। নাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে মুখ দেখানো কঠিন হয়ে যেতে পারে আমাদের।
আরও যা বুঝা যাচ্ছে: লন্ডনে ইউনূস-তারেক মিটিং সফল হয়েছে, সব চার্জ উঠে যাবে। তারেক রহমান দেশে ফিরবেন, বিএনপি ফিরবে ক্ষমতায়। কিছু সিট এনসিপি ও ইসলামি দলগুলিও পাবে। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডকে বৈধতা দেবে সেই সরকার।
https://www.dhakapost.com/politics/371621
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী