
সরকারপ্রধান মাঝে না থেকে একপাশে কেন?
.
এটাই নিয়ম যে ছবি তোলার সময় প্রধান সবার মাঝে থাকেন মধ্যমণি হয়ে। হঠাৎ তুলে ফেললে আলাদা কথা। কিন্তু এই ছবিটা যথেষ্ট সময় ও প্রস্তুতি নিয়ে তোলা হয়েছে বলেই মনে হচ্ছে।
.
ছবিতে সবার মাঝে আছেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের। উপদেষ্টা আদিলুর সাইডে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একদম সাইডে। তাহলে এই ছবি থেকে আমরা কী বুঝলাম?
.
ভিপি নূরের উপর হামলার জেরে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছে জামায়াত। ভিপি নূর নাকি জাপা কার্যালয়ে যাওয়ার আগে ইসলামি দলগুলির সাথে আলোচনা করে গেছেন। তারও আগে ভিপি নূর এনসিপির সমালোচনা করেছেন এবং ইলিয়াস হোসেনের হুমকি পেয়েছেন।
.
এখন অনেকে প্রশ্ন করছেন, তবে কি ভিপির মারধর খাওয়া ও মারামারি-ভাংচুর সবই জাপাকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে করা হয়েছে? জাপার কো-চেয়ারম্যান বলেছেন, লীগের ভোট যাতে জাপা না পায়, তাই পায়ে পা দিয়ে ঝগড়া বাধানোর চেষ্টা চলছে, জাপাকে নিষিদ্ধের দাবি তোলার উদ্দেশ্যে। জামায়াতের সাথে পূর্বনির্ধারিত মিটিংয়ের আগেই কেন ভিপি নূর আক্রান্ত আর এরপরেই কেন জাপাকে নিষিদ্ধের দাবি?
তদন্তের দাবি জানিয়েছেন অনেকে।
দেব দুলাল গুহ'র নিপুণ কথন
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



