
কিন্তু তাঁর সেই খায়েশ এবার পূরণ হবে না, যদি না ভারত তাঁকে সমর্থন দেয়। কেননা আপনার যত যোগ্যতাই থাক, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি দেশের একটি দেশ ভেটো দিলেই আপনার খায়েশ আর মিটবে না।
আমার কাছে মনে হয় না অসাংবিধানিক প্রক্রিয়ায় মব করে একটি দেশের সরকারপ্রধানকে দেশান্তরিত হতে বাধ্য করে ক্ষমতায় আসা কাউকে স্থায়ী দেশগুলো এমন গুরুত্বপূর্ণ একটা পদের জন্য নিরাপদ ভাববেন। অন্তত ভারতের বন্ধু রাশিয়া সবার আগে ভেটো দেবে। নতুন বন্ধু চীনও তার সাথে যোগ দিতে পারে।
আবার ডিপ স্টেটের কিছুটা অংশ যদি সমর্থন দেয়ও, আমেরিকা সমর্থন দেবে বলেও মনে হয় না। কেননা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁকে ভালো পান না, কারণ তিনি নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ বাইডেনের শিবিরে টাকা ঢেলেছিলেন বলে তাঁর কাছে তথ্য আছে এবং তিনি জানেন তাঁর আরেক প্রতিপক্ষ হিলারী ক্লিন্টন তাঁর বান্ধবী। ট্রাম্পের জয়ের পর তিনি নাকি আমেরিকার আকাশে কালো মেঘ জমার কাছাকাছি কী একটা মন্তব্যও করেছিলেন?
-- দেব দুলাল গুহ -- দেবু ফরিদী

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



