আমি আমার মুসলিম স্বজাতিকে অনেক ভালবাসি দেখেই বলছি,একবার ভেবে দেখুন তো। শুধুমাত্র প্যারিসের এই হামলার কারনে সিরিয়া এবং অন্যান্য মুসলিম দেশের শরণার্থীরা কতটা বিপদের মুখে পড়তে যাচ্ছে। ফ্রান্স ইতোমধ্যে সীমান্তে কড়া নিরাপত্তা জারি করে ফেলেছে। ইউরোপ এখন শরণার্থীদের কিভাবে গ্রহন করতে যাচ্ছে সেটাই চিন্তার কথা।
এই হামলায় অনেক মানুষ মারা গিয়েছে এটা যেমন খারাপ তেমনি অনেক শরণার্থী ভুক্তভোগী হতে যাচ্ছে এটা আরও খারাপ। মুসলমানদের উচিৎ ভেবে চিন্তে কাজ করা। ভেবে দেখা উচিত যে এমন কাজ আমাদের আরও বিপদে ফেলে দিচ্ছে না তো?যারা বোমা হামলা করেছে তাদের হয়তোবা কোন পিছুটান নেই কিন্তু যে সকল মুসলমানদের পরিবার রয়েছে তারা চাইলেই যা ঈছা তাই করতে পারেন না।
ইসলাম কোন খেয়ালী ধর্ম নয়।মনে রাখতে হবে ধর্ম মানুষের জন্য মানুষ ধর্মের জন্য নয়। আর দশজন মানুষের মত আমি শরণার্থীদের নিয়ে খুবই চিন্তিত।এদের লজ্জিত হওয়া উচিত। যেখানে এরা মুসলমানদের নিরাপত্তা দিতে পারে না।তাদের ইউরোপের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হয় সেখানে বাচ্চা ছেলেদের মত খেয়ালি কাজ করে তাদের আরও বিপদে ফেলে দেওয়া হল।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




