আমি সা,ইনে নতুন বললে কথাটা শতভাগ মিথ্যা বলা হবে। আমি সা,ইনের পুরাতন পাঠক। বহুদিন ধরে পড়েছি, অনেক সময় মন্তব্য করতে ইচ্ছে যে করে নি এমন নয়। কিন্তু তার পরেও কখনো সেভাবে নিজেকে জড়াতে পারি নি। নির্বিকারভাবে শুধুই পড়েই গিয়েছি।
তাছাড়া সা,ইনের এই বোরিং নিয়মটাতো আছেই। নিয়মটা চালুর আগে একটা একাউন্ট খুলে রাখলেই পারতাম
বেশি লিখে কষ্ট করব না, জানি আমার এই প্রথম লেখা খুব বেশি পাঠকের পড়া হবে না। অন্তত নিজের অভিজ্ঞতা তাই বলে।
একসেসের অপেক্ষায় এখানেও নির্বিকার তাকিয়ে রই।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




