প্রকাশিত হলো আইন বিষয়ক উপন্যাস 'গায়েবি শৃঙ্খল'
আইন অঙ্গনের নানাবিধ বাস্তব আখ্যান অবলম্বনে রচিত উপন্যাসটি বইমেলার এসেছে। সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার, রিমান্ড, নির্যাতন এবং আইনী বেড়াজালে আবদ্ধ করে রাখার মধ্য দিয়ে বিচার বিভাগের উপর যে গায়েবি হস্তক্ষেপ হতো সে বর্ণনা চিত্রায়িত হয়েছে। বিশেষ করে আইন-অঙ্গনের সামসময়িক বিষয়ের স্বরূপ অন্বেষণের চেষ্টা করা হয়েছে উপন্যাসে। উপন্যাসটি আদালত পাড়ায় বিচরণকারী... বাকিটুকু পড়ুন
