একটা তুলি হয়ে বাঁচতে দেবে?
কাঠ-পশমের,
কদাকার-কুৎসিত ধমনী ধেঁয়ে যাওয়া
তোমার নিশানাবিহীন বিষাক্ত তীরটি থামিয়ে দাও,
হৃদপিন্ড কাঁপছে এই অধমের।
শুনছ তুমি?
ও জীবন কাঠের ধনুক,
তোমার সরু চোখ নিবদ্ধ যেখানে
ওই যেখানে কালো বিন্দুটি আঁকা,
আমায় ছুঁড়েছ যে আঁধার খুঁজতে
আমি আর ছুটব না সে অভিমুখ- যাব না বাতাসের সাথে যুঝতে।
বৃষ্টির জল, গোধূলীর আভা
দিনমজুরের ঘাম
আর বিভ্রান্ত যুবকের ঠোটে বসা
প্রথম গাঁজার ধোঁয়ার রঙ মাখানো একটা তুলি,
ঝরে যাওয়া ময়ূরের পালক খুঁজে
প্রেমিকার চোখের নেশার আঠায় সাজাবো তুলি,
তোমার কাছে চাইব না কখনও কিনে কৌটার রঙ
তবু আমায় একটা তুলি হয়ে বাঁচতে দাও।
৭/৬/১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


