আমার পুরানো শিশুতোষ ডিজিটাল ক্যামেরায় তোলা কিছু এলোমেলো তোলা ছবি দিয়েই দেই তাহলে।
knock knock knocking on heaven's door
কিছু নিষ্পাপ মুখ আর কিছু অভিব্যক্তি...ছেলেবেলা
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে..এ জীবন পূর্ণ করো দহন দানে
শুভ্র রঙিন আকাশেরও নীল
একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
হারিয়ে গিয়েছি এইতো জরুরি খবর
আমার গ্রামের বাড়ি
হাসিমুখ হাসিমুখ আনন্দ বিলায়...
চাঁদনী পসর রাইতে যেন আমার মরণ হয়
আরও অনেক ছবি দেয়ার ইচ্ছা ছিল,কিন্তু নেটের জন্য দিতে পারছিনা।আবারও দিব হুট করে, কিছু দিন পর।
মোদ্দা কথা হল, বহু জল্পনা কল্পনা,প্রতীক্ষার পর..আমি নতুন ক্যামেরা কিনেছি
নিজের টাকায় কেনা প্রথম ক্যামেরা।সেই খুশিতে একটা ছবি ব্লগ দিয়ে দিলাম।
ইনশাল্লাহ ভবিষ্যতে নতুন ক্যামেরায় তোলা ছবি ব্লগ দেয়ার আশা রাখি
সবাই খুব ভাল থাকবেন, খুব বেশি ভাল।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১১ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




