নাফিস ইফতেকারের জন্য ছড়া (অন্য কারো নাম মাথায় আসছেনা,তাই এই নামটা ব্যবহার করলাম....
আমি একটা ছড়া বলব,আমাল ছড়ার নাম "হা্যরে নাপিচ"
_____"হা্যরে নাপিচ"____
নাপিচ তুমি আজ বুঝবা,
কত ধানে,কত চাল।
বউটা তোমার রেগে আছে,
চুলা বন্ধ আজ আর কাল।
চেয়েছিল লাল শাড়ি,
এনে দিছ লাল
লাথি মেরে হাড়িপাতিলে
ভাবি ফুলিয়েছে গাল
বাবার বাড়ি চলে যাবে,
কাল নাকি খুব ভোরে।
বলছে তোমায় "পাগলা নাপিস"
গলা ছেড়ে,খুব জোরে।
হে হে হে হে কলমিলতা হাসে
গান গাইবে তাই ঝেড়ে কাশে,,,
নাপিচ তোমার কি হইবগো,,
চুলযে সব ঝরে যাইবগো।
নাপিচের বউ চলেই গ্যাছে,
কলমিলতা বসে ভাবছে তাই,
নাপিচের বউ এমন দজ্জাল হবে,
জীবনেও ভাবি নাই
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




