দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা এক সঙ্গে পড়ালেখা করেছি।
আমার ভাল বন্ধুদের মাঝে সে অন্যতম একজন।আজ তার বিয়ে,,,,,,,,
বন্ধুর বিয়ে
হোক কাঁটা ভরা পথ,
আমি খালি পায়ে হেঠে আসব।
মাঝে একটা নদী পড়বে,
আমি নদী সাতরিয়ে পাড়ি দেব।
আজ যে আমার বন্ধুর বিয়ে,
তাকে দেখতে যেতে হবেনা!
শত শত মানুষের ভীড়েও
সে আমাকে চিনতে পারবে,
কারণ,আমি তার ভাল বন্ধু ছিলাম।
আচ্ছা,,সে কি কপালে টিপ দেবে?
দেবেকি পায়ে আলতা?
কিছুই না দিক,,,,
আমার বন্ধুটি এমনিতেই সুন্দর।
অনেকদিন হলো,আমি তার গান শুনিনি,
শুনিনি তার প্রাণ খোলা হাসি।
আজ মেয়েটা কাঁদবে,খুব বেশি কাঁদবে।
আমিকি সইতে পারব,
বিদায় বেলার তার অশ্রুজল?
সব বাঙ্গালী মেয়েরাইতো বিয়ের দিন কাঁদে,
আজ আমার বন্ধুটিও না হয় ওদের মত কাঁদবে।
তবে এই কান্নাটিই যেন হয়,
আমার বন্ধুর জীবনের শেষ কান্না।
...................মণির জন্য অনেক অনেক দোয়া ,,,,,,,আপনারাও আমার বন্ধুটির জন্য দোয়া করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




