আমার মতো করে লেখা:
০৪০৬১০-০২
পাগলটি সিনেমার পোস্টারে উদ্ভিদ
দাঁতের ফাঁকে ফাঁকে উদ্ভট সূর্যদল
চোখের কোটরে চকচকে দুপুর
সিটি কলেজের বাদামি দেয়াল
নায়কের হাতে খেলনা মেশিনগান
নায়িকার বুক উরু মাংসের দোকান
পাগলটির হাত অবরোহী নেউল
পাগলটির হাত পাগল এবং অন্ধ
পাগলটির মুঠোর ভাঁজে লাল আনন্দ
----------------------------------------------------------------------
তাহাদের মতো করে লেখা:
পাগলটারে দ্যাখলাম বাঙলা ছিনেমার পোস্টারের দিকে তাকাইয়া রইছে
বত্রিশটা দাঁত কেলাইয়া নিঃশব্দে হাসতাছে খিখিখিখিখিখিখিখিখিখি
তার জুলজুল চখের ভিত্রে খাড়া দুপুরবেলা খেলতেছে রইদের খেলা
সিটি কলেজের বাদামি দেয়ালের পিন্দনে ছিনেমার পোস্টার জ্বলজ্বলে
নায়ক আলেকের হাতে কামান সাইজের একটা খেলনা বন্দুক হাহাহাহাহা
নায়িকা ময়ুরীর রানে আর দুধে গোস্তের দোকান খান খান খান তুফান
পাগলটার হাত দেহি নিচের দিকে নামতাছে বেজির লাহান
পাগলটার হাতও দেহি পাগল আর আন্ধা হইয়া যায়
বেজিটার লগে একটা ফনা তোলা গোখরাসর্পের দেখা হয়
পাগলটা আরামছে হাত মারে আআআআআআআআআআআআআআআআ
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




