তুমি এসো আবারো স্বপ্নের শ্রাবণে
নৈরাজ্যের এ দূষিত নগরে মুঠো ভরে সোনালী রোদ নিয়ে
এই সৃষ্টিহীন সময় অবনত হোক সোনালী শষ্য ভারে;
তোমাকে পেয়েছিলাম নিরঞ্জন সুখের যবনিকাতে
অনিদ্রার পান্ডলিপি আওড়ে যখন আমি পৌঁছেছি খাদের কিনারে,
যখন ছিলো না ভালোবাসার কেউ
ছিলো না প্রতিক্ষা প্রহর শেষের,
ছিলো শুধু ই আপাদমস্তক নিখুঁত আঘাতের অনুচ্চারিত সরল চিহ্ন
চোখে শুকিয়ে যাওয়া হ্রদ
অভিমান যখন জমে ছিলো সেখানে জীবন্ত জীবাস্মা য়
তখন তুমি এসেছিলে অগ্নিকুন্ডের উত্সের মতো সতেজ নগ্ন পায়ে
উগরে দিয়েছিলে লাভা স্রোত কবিতার ভাষায়
ঠিক তেমন করে আর একবার তোমাকে চাই
নৈরাজ্যের এ দূষিত নগরে
সৃষ্টিহীন নোট প্যাডের পাতায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


