হয়তো দ্বিতীয় কোন জন্মে পাবো কোন এক পাখির জীবন
কোন এক হাজার বছর পরে পদানত হবে সমুদ্র পর্বত,
তখন কি মনে থাকবে আমি উড়ে যেতে চেয়েছিলাম ঠিক কোথায়, কোন খানে ?
তখন তুমি ও কি আমার মতো পাখি হবে
পালকে পালক ছোঁয়াবে
পূর্ব আকাশ রক্তিম হবে আমাদের দ্বৈত সংগীতে
নাকি আরো একবার সে ক্ষণ পথ ভুলে চলে যাবে পৌঁছেগিয়ে ও ঠিক দরজার কাছে
আরো একবার বিচ্ছেদ পোড়াবে হিমেল অনলে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


