আফসার চলে গেল। তারুণ্যে চঞ্চল, সদাহাস্য, কর্মঠ এবং দক্ষ সংগঠক আফসার। পুরতান ঢাকার মত জায়গায় মুক্তদল (কসমস ওপেন স্কাউট গ্রুপ) চালানোর মত দৃঢ়তা ছিল তার মাঝে। দেখেছি ওর দক্ষতা সেই নব্বই দশকে... আমি তখন বাংলাবাজারে, ওর একেবারে কাছাকাছি.....। ২০০২ সালে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বেসিক কোর্সে শেষবারের মত আফসারকে পেয়েছিলাম সহকর্মী হিসেবে, দক্ষতার প্রমান সে রেখেছিল। তরুন ছেলেটি এত জলদি চলে যাবে, ভাবতে পারি নি। মনের গহীনে কষ্ট লাগছে, যেমনটি লেগেছিল গাজীপুরের হরিপদ এবং আরেফিন সামসুল হক চলে যাবার পর। ওদের স্মৃতি যেমন ভোলার নয়, তেমনি আফসারের স্মৃতিও ভোলার নয়। জানি না আফসার এখন কোথায়, কোন সুদূরে, কায়মনোবাক্যে প্রার্থনা করি, ভাল থেকো আফসার... যেখানেই থাকো না কেন। স্কাউট অঙ্গণের মানুষগুলো তোমায় ভুলতে পারবে না। তোমার পথেই ত সকলকে যেতে হবে। হয়ত কোন একদিন সেই অজনা স্থানে তোমার সাথে আবার দেখা হয়ে যাবে... দেখা ত হতেই হবে.... একই মন্ত্রে দীক্ষিত যখন। ভাল থেকো আফসার......


সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ দুপুর ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




