বাংলাদেশের আজকের খেলার আগ পর্যন্ত নেট রান রেট হলো -.১২৪১। কোয়ার্টার ফাইনালে যাবার স্বার্থ্বে এটার উন্নতি করতে হবে আজকেই, এবং সেক্ষেত্রে আমার ধারনা নিম্নরুপঃ
নেদারল্যান্ড ৪৬.২ ওভারে ১৬০ রান করেছে, অর্থাৎ এর আগে বাংলাদেশের বিপক্ষে ১৬২.২ ওভারে ৮৩২ রান হয়েছিল।
এখন যদি বাংলাদেশ ৩৫ ওভারে ১৬০+ করে জিতে, তাহলে নেট রান রেট হবে -০.৭৬৮।
দেখা যাক কি হয়।
রান রেট ও পয়েন্ট টেবিলের ডিটেইল দেখতে click
প্রসণ্গক্রমে বলছি, তামিম ০ রানে গন, বাট বাংলাদেশ ১৪.৪ ওভারে ৭৮/১
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




