ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির গবেষক রবার্ট ফেল্ডম্যান জানিয়েছেন, শতকরা ৬০ ভাগ মানুষই কথা বলার সময় প্রতি ১০ মিনিটে অন্তত একটি মিথ্যা কথা বলেন।’ তবে, গবেষকরা আরো জানিয়েছেন, ‘মিথ্যা বলা কিন্তু ততোটা সহজ কাজ নয়। সত্যি বলার চেয়ে এতে ৩০ ভাগ বেশি সময় লাগে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এখন সোশ্যাল নেটওয়ার্কিংসহ ই-মেইলে মিথ্যা বলা হয় সবচেয়ে বেশি।
এই কথাগুলো বিডিনিউজটোয়েন্টিফের ডটকম এর টেক এর পাতায় লেখা.....
মজা পেলাম......
১০মিনিটও অধিকাংশ মানুষ মিথ্যে না বলে থাকতে পারে না???
তার মানে আপনি আমি গত ১০মিনিটে যা যা কথা বলেছি তাতে অন্তত একটি মিথ্যে থাকার সম্ভবনাই বেশী???
নাকি আমরা গত ১০মিনিট ধরেই মিথ্যে বলে যাচ্ছি????
অবশ্য মিথ্যে বলা নাকি সত্য বলার চেয়ে ৩০ ভাগ কঠিন,,,,আমি এর সাথে একমত পোষন করতে পারলাম না.....
আমার তো মনে হয় আমাদের জন্যে মিথ্যে বলার চেয়ে সত্য বলাটাই কঠিন....
বছরের পর বছর চলে যায় কিন্তু কিছু কিছু তীব্র সত্য বলতে পারি না....
অনেকে এরকম হাজারো সত্য বুকে চেপে রেখে জীবনযাপন করছে
করুক...সমস্যা কি???? মিথ্যে বলাটাই ভালো...মিথ্যে নিরাপদ....অনেকটা আমার মত....
কারন আজকেই সামু আমাকে নিরাপদ বলে ঘোষনা করেছে....
নিরাপদ হবার পর তাই সকলের জন্যে আমার এই নিরাপদ(?!?!?!) পোস্ট.....
আরেকটা নিরাপদ মোরাল....যাকে খুশী মিথ্যে বলুন...কিন্তু কখনও নিজের মনকে মিথ্যে বলবেন না...নিজের সাথে মিথ্যে শান্তনার খেলা খেলবেন না....তাহলে সত্যি সত্যিই আপনি হেরে যাবেন.....শুভকামনা সকলের জন্যে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




