টিভিতে বিজ্ঞাপন চলতাছে। বাপ, বইন আর বড় ভাই মিল্লা দেখতাছে। লগে আছে মাজের মাইয়াডা। নতুন আরেকখান বিজ্ঞাপন। বউ সাইজ্জা-গুইজ্জা আজাইর
থানায় ধোয়া-মোছা চলতাছে। বড় অফিসার আইবো, হেইলিগা। এক হাবিলদার হেইযা তদারক করতাছে। ওসি এক সেপাহীরে ডাইকা কয়,, হোন, কেউ যদি আহে, তাইলে আমারে কম কথায় বুঝাইয়া দিবি। যে কেউ আইলেও। আমি একটু ঘুমাইয়া লই। সেপাহী দায়িত্বে অনঢ়। এক ফকির গেল..স্যার একটা ফকির- কইয়া উঠলো সিপাহী। তারপর একটা ইঁদুর গেল- স্যার একটা ইঁন্দুর। একটা কুকুর গেল। স্যার একটা কুত্তা। সেপাহী এতোডাই মশগুল আছিল যে, বড় সাহেব পিছন দিয়া আইয়া তারে যখন জিগাইলো, তোমাগো ওসি কেমন লোক, সেপাহী না বুইজ্ঝা কওয়া শুরু করলো, স্যার একটা ফকির, স্যার একটা ইঁন্দুর, স্যার একটা কুত্তা :-&
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




